logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬
গাড়ি ভাংচুর মামলা
বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট
বরিশাল ব্যুরো

২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধে রাতের আঁধারে গাড়ি ভাংচুরের মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার জিআরও শাখায় বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম এ চার্জশিট দাখিল করেন। পাশাপাশি আটজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি চাওয়া হয়েছে। 
চার্জশিটে অন্তর্ভুক্তরা হলেন বিএনপি নেতা শাহিন মোল্লা, আহসান হাবিব রাজ্জাক, রিয়াজ হাওলাদার, ওয়াহেদ মুন্সী, সেলিম সরদার, সুলতান মোল্লা, মনির সরদার, মনিরুল হক চৌধুরী, জাফর সরদার, হানিফ তালুকদার, নাছির উদ্দিন খান, লাভলু মিরা, কাজী মহসিন, রানা, মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম, আলমগীর মীর, রাজু তালুকদার, ফারুক নেগাবান, ফরিদ, বশির মোল্লা, শামসুল হক ও ইব্রাহিমসহ ৪৭ জন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]