প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬ | |
আসন্ন এইচএসসি পরীক্ষায় নিজ শিক্ষা প্রতিষ্ঠানের (কলেজ) ইউনিফর্ম পরিধান করতে হবে পরীক্ষার্থীদের। বরিশালে প্রথমবারের মতো এ পদ্ধতি চালু করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এরই মধ্যে বিভাগের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের নির্দেশনা প্রদান করেছে বোর্ড কর্তৃপক্ষ। তবে ইউনিফর্ম ব্যবহার করতে না পারলে মার্জিত পোশাক পড়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বরিশাল অঞ্চলের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে (কলেজ) শিক্ষার্থীদের জন্য নিজস্ব ইউনিফর্ম থাকা সত্ত্বে¡ও অধিকাংশ শিক্ষার্থী তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম ব্যবহার না করে নিজেদের পছন্দমতো পোশাক পরিধান করে আসে। আর এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় কেন্দ্র কর্তৃপক্ষকে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |