logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬
ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব শুরু
নিজস্ব প্রতিবেদক

কণ্ঠশীলনের আয়োজনে শুক্রবার শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব। সকালে গ্রন্থাগারের উন্মুক্ত প্রাঙ্গণে ঢাকঢোল আর নানা রঙের বেলুন উড়িয়ে এ আয়োজনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
‘তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা সদস্য হাবীবুল্লাহ সিরাজী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। কণ্ঠশীলনের সভাপতি আহমাদুল হাসান হাসনুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক মীর বরকত। উদ্বোধনী আয়োজন পরিচালনা করেন কণ্ঠশীলনের প্রশিক্ষক ও নির্দেশক গোলাম সারোয়ার।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]