logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬
অ্যাগ্রো প্রজেক্টে দুই দফায় হামলা
খুলনায় মাছসহ ৬ লাখ টাকার মালামাল লুট
খুলনা ব্যুরো

খুলনা নগরীর লবণচরা থানা এলাকার একটি অ্যাগ্রো প্রজেক্টে দুর্বৃত্তরা দুই দফায় হামলা চালিয়ে মাছ ও ফলমূলসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ১ ও ৬ মার্চ এ লুটপাট চালানো হলেও রহস্যজনক কারণে স্থানীয় থানা পুলিশ মামলা নেয়নি। এ অবস্থায় বৃহস্পতিবার আদালতে মামলা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এজাহার সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ৫ অক্টোবর নগরীর লবণচরায় ‘গ্লোরি অ্যাগ্রো প্রজেক্ট’ নামে একটি খামার গড়ে তোলেন ব্যবসায়ী জাহাঙ্গীর হাবিব। দেড় যুগ ধরে তিনি সেখানে পুকুর খনন করে মাছসহ বিভিন্ন প্রজাতির ফসল উৎপাদন করে আসছেন। ১ মার্চ শহীদুল ইসলাম, দুলাল ও আমজাদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ সন্ত্রাসী ওই প্রজেক্টে প্রথম দফা হামলা চালিয়ে লুটপাট করে। এ ঘটনায় ২ মার্চ খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা ৬ মার্চ ফের ওই প্রজেক্টে হামলা চালায়। দুই দফা হামলায় তারা ২০ থেকে ২৫ মণ মাছ, ১০টি অ্যারিয়েটর মেশিন সেট, ১০টি ইলেকট্রিক সুইচ বোর্ড, পাম্প ও তারসহ ৫ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল লুট করে। এ ঘটনায় লবণচরা থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে ১০ মার্চ প্রজেক্ট ম্যানেজার মিলু রহমান খুলনা মহানগর হাকিম আমলি আদালত ‘ঘ’ অঞ্চলে মামলা করেন। আদালত শহীদুল ইসলাম, দুলাল ও আমজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু দুই দিনেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। উপরন্তু দুর্বৃত্তরা আরও ক্ষতি করতে পারে এ আশঙ্কায় মালিক পক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]