logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬
বেনাপোলে দেশি বিদেশি পাগলের অবাধ বিচরণ
বেনাপোল সংবাদদাতা

বেনাপোল সীমান্তে কয়েক দিন ধরে দেশি-বিদেশি নারী-পুরুষ পাগলের অবাধ বিচরণ চলছে। ভিন্ন ভাষাভাষী অজানা-অচেনা পাগলের অবাধ বিচরণে আতঙ্কে রয়েছেন সীমান্তের মানুষ। ভারত থেকে পাগল আসতে সীমান্তে কোনো বাধা দেয়া হচ্ছে না। তাদের কেউ কেউ সড়ক বা দোকানের পাশে ঘুমায়। বেনাপোল বড়আচড়া গ্রামের রিওন কবির জানান, ভারতসহ বিভিন্ন এলাকা থেকে আসা পাগল স্থানীয়দের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক পাগল পথচারীদের মারতে আসে। পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বলেন, এরা ভবের পাগল। তাই এদের সবাই মিলে সুরক্ষা দিতে হবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]