প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬ | |
চাঁদপুরের মতলব পৌরসভার কলাদী এলাকার হিমেল নামে আড়াই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। জানা যায়, কলাদী এলাকার সাগর দাসের ছেলে হিমেল পরিবারের অন্য সদস্যদের অগোচরে খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। লোকজন ও পরিবারের সদস্যরা পুকুর থেকে উদ্ধার করে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |