প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬ | |
সুনামগঞ্জের তাহিরপুরে এলজিইডির ব্রিজ ভেঙে প্রায় দেড় লাখ টাকার রড ও পাথরসহ অন্যান্য মালামাল বিক্রি করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১১ সালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে করপুলা নামক স্থানে জনসাধারণের চলাচলের সুবিধার্থে সরকার এলজিইডির মাধ্যমে ২ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করে। গেল বছর পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ব্রিজের দুইপাশের মাটি সরে যায়। ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন সংযোগ সড়কে মাটি ভরাট না করে ৩নং ওয়ার্ড সদস্য চান মিয়াকে নিয়ে ব্রিজটি ভেঙে রড ও পাথরসহ অন্যান্য মালামাল বিক্রি করে দেন। এর পরিপ্রেক্ষিতে উত্তর বড়দল ইউনিয়নবাসীর পক্ষে সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন। ইউপি সদস্য চান মিয়া বলেন, আমি চেয়ারম্যান ও থানা ইঞ্জিনিয়ারের অনুমতি নিয়ে ব্রিজ ভেঙে রড বিক্রি করেছি। অভিযুক্ত চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, নতুন ব্রিজ নির্মাণের জন্য পুরনো ব্রিজ ভেঙে দেয়া হয়েছে। তাহিরপুর উপজেলা প্রকৌশলী শাহ আবদুল ওয়াদুদ ব্রিজটি ভাঙার কথা স্বীকার করেন। তাহিরপুর ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ব্রিজ ভেঙে মালামাল বিক্রির ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |