logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬
অভিমানী মুক্তিযোদ্ধা মামুনুর রশীদ!
বিনোদন প্রতিবেদক

‘মুখোমুখি’ আসছে ১৬ মার্চ চ্যানেল আইয়ে প্রচারের লক্ষ্যে নির্মিত একটি টেলিফিল্ম। একজন মুক্তিযোদ্ধার অভিমানের কারণ এবং এর অনুসন্ধান নিয়ে নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল ‘মুখোমুখি’ টেলিফিল্মটি রচনা করেছেন। উজ্জ্বল মুক্তিযুদ্ধ দেখেননি। কিন্তু বিভিন্ন মুক্তিযোদ্ধার কাছ থেকে শোনা গল্প এবং বিভিন্ন মুক্তিযুদ্ধভিত্তিক বই তাকে উৎসাহ, অনুপ্রেরণা এবং সাহস জুগিয়েছে এ টেলিফিল্মটির গল্প রচনার ক্ষেত্রে। এটি নির্মাণ করেছেন জিয়া রায়হান। এ  টেলিফিল্মে একজন যুদ্ধাহত অভিমানী মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। এরইমধ্যে রাজধানীর ধানমন্ডিতে টেলিফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘এককথায় খুব চমৎকার একটি স্ক্রিপ্ট। উজ্জ্বল যেমন অসাধারণ লিখেছেন ঠিক তেমনি রায়হানও খুব যত্ন করে এটি নির্মাণ করেছেন। তাই দুইজনেই প্রশংসার দাবি রাখেন। আমি নিজে অভিমানী মুক্তিযোদ্ধা চরিত্রটিতে কাজ করে তৃপ্ত।’ মামুনুর রশীদ অভিনীত প্রথম টিভি নাটক মুনীর চৌধুরী রচিত ও আবদুল্লাহ আল মামুন প্রযোজিত ‘কবর’। মঞ্চে মামুনুর রশীদ প্রথম নিদের্শনা দেন ‘মহাবিপ্লব’ (১৯৬৫) নাটকটি। এরপর থেকে আজ পর্যন্ত ২০টিরও অধিক মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশিত সর্বশেষ ধারাবাহিক নাটক ‘আলতুর সাইকেল’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। মুক্তির অপেক্ষায় আছে গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ ও আকরাম খানের ‘খাঁচা’। এদিকে মামুনুর রশীদ অভিনীত নঈম ইমতিয়াজ নোয়ামুল পরিচালিত ধারাবাহিক ‘বাক্সবন্দী’, সাগর জাহান পরিচালিত ‘এই কূলে আমি আর ঐ কূলে তুমি’ ও মাসুদ সেজান পরিচালিত ‘চলিতেছে সার্কাস’ তিনটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]