
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬ | |
বলিউডের গন্ডি পেরিয়ে দীপিকা পাড়ি জমিয়েছেন হলিউডে। অভিনয় করছেন হলিউড তারকা ভিন ডিজেলের সঙ্গে তার নতুন ছবি ‘এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জ্যান্ডার কেস’-এ। তবে সম্প্রতি তাকে দেখা গেছে বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচের সঙ্গে। হলিউডে সেই নতুন ছবির কাজে এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আছেন দীপিকা পাড়ুকোন। সেখানকার একটি বার থেকে দীপিকাকে বের হতে দেখা গেছে জোকোভিচের সঙ্গে। একসঙ্গে উঠতেও দেখা গেছে একই গাড়িতে। তাদের এ সাক্ষাৎ অন্য কোনো ইঙ্গিত বহন করছে কিনা, সেটা নিশ্চিত করেনি ভারত বা যুক্তরাষ্ট্রের কোনো সংবাদমাধ্যম। এমনকি দীপিকাকে চিনতেও পারেনি সেখানকার গণমাধ্যম। এক সংবাদে ডেইলি মেইল লিখেছে, ‘জোকোভিচকে এক শীর্ণ শ্যামাঙ্গিনীর সঙ্গে দেখা গেছে।’
নোভাক জোকোভিচ সার্বিয়ার নাগরিক। টেনিসের কোর্ট দাপিয়ে বেড়ানো ২৮ বছরের জোকোভিচ ছেলেদের এককে গ্র্যান্ডস্লাম জিতেছেন ১১ বার। ২০১৪ সালে বিয়ে করেন শৈশবের প্রেমিকা জেলিনা হিস্টিকসকে। তাই দীপিকার তো সাধ হতেই পারে এমন নামি টেনিস খেলোয়াড়ের সঙ্গে নৈশভোজের। তবে দীপিকার নতুন প্রেমের অধ্যায় শুরু হতে চলেছে এমন গুঞ্জনও রটেছে ভক্তদের মাঝে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |