logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬
একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি। বাংলাদেশী সিনেমার জনপ্রিয় নায়িকা হিসেবে এখনও শীর্ষদের তালিকায় আছেন। বর্তমানে তিনটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন। বর্তমান কাজের ব্যস্ততার পাশাপাশি আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে তিনি কথা বলেছেন আজকের ‘আলাপন’ বিভাগে
ইচ্ছে করে অভিনয় কমিয়ে দিয়েছি
হুমায়রা নুসরাত

অভিনয়ে আপনাকে কম দেখা যাচ্ছে কেন? 
আসলে আমি যে ধরনের গল্পের সিনেমায় কাজ করে এসেছি সে ধরনের গল্পের সিনেমা এখন আর পাচ্ছি না। তাই কাজও তেমনটা করা হয়ে উঠছে না। প্রতি মাসেই নতুন নতুন সিনেমায় কাজের প্রস্তাব পাচ্ছি। কিন্তু সেগুলো আমার কাছে ভালো গল্পের সিনেমা মনে হচ্ছে না বলে অভিনয়েও রাজি হতে পারছি না। তবে মাঝে মাঝে দুই একটা সিনেমার প্রস্তাব আসে যেগুলোতে কাজ করে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। বছরে ১০ থেকে ১২টা মন্দ সিনেমায় অভিনয় না করে একটি ভালো সিনেমায় অভিনয় করার পক্ষে আমি। 
তাহলে কি ইচ্ছে করেই অভিনয় কমিয়ে দিচ্ছেন? 
ইচ্ছে করে অভিনয় কমিয়ে দিয়েছি, কথাটি সত্য নয়। ভালো গল্পের অভাবে সিনেমায় আমাকে তুলনামূলক কম দেখা যাচ্ছে। তবে একেবারেই যে দেখা যাচ্ছে না এমন তো নয়। ভালো সিনেমা না হলে এভাবেই কম দেখা যাবে আমাকে। 
বর্তমান সময়ে ব্যস্ততা কী নিয়ে?
এখন তিনটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছি। তার মধ্যে জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনাবন্ধু’, নাজমুল হাসানের ‘দুই নয়ন’ ও জসিমউদ্দিনের ‘দ্য আমেরিকান ড্রিম’। ছবিগুলোর মধ্যে সোনাবন্ধুর শুটিং শুরু হলেও অপর দুইটি ছবি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। 
অভিনয়ের জন্য কী ধরনের গল্প আশা করেন? 
যে কোনো ভালো গল্প, যা দেখে দর্শকদের মনে দাগ কাটবে। আমিও নিজের সেরা অভিনয়টা দিতে পারব। এ ধরনের গল্পে বছরে একটি হলেও আমি অভিনয় করতে চাই। আর না হলে দর্শকদের যতটুকু ভালোবাসা, সেটি নিয়েই বাকি জীবন কাটিয়ে দেব। 
ইদানীং বিজ্ঞাপনেও কাজ করছেন। এ মাধ্যমে নিয়মিত হচ্ছেন কি?
আসলে বিজ্ঞাপনে যেভাবে কাজ করছি তাতে নিয়মিত বলা যায় না। নির্মাতা বিজ্ঞাপনের থিম আমার সামনে উপস্থাপন করার পর সেটি যদি ভালো লেগে যায় এবং ব্যাটে-বলে মিলে তাহলে সেখানে কাজ করি। এখানে নিয়মিত হব কিনা বুঝতে পারছি না। তবে ভালো কাজ এলে অবশ্যই বিজ্ঞাপনেও দেখা যাবে আমাকে। 
 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]