logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬
যুব ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন
চট্টগ্রাম ব্যুরো

অনূর্ধ্ব-১৯ যুব ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট্রাল জোন। ফাইনাল ম্যাচটি ড্র হলেও পয়েন্ট তালিকায় এগিয়ে থেকে শিরোপা ঘরে তুলেছে দলটি। দ্বিতীয় স্থানে থাকা সাউথ জোনের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় সেন্ট্রাল জোন।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে খেলার শেষ দিনে সাউথ জোনকে ৫১৬ রানের টার্গেট দেয় সেন্ট্রাল জোন। দ্বিতীয় ইনিংসে সেন্ট্রাল জোনের মুনিম ১০৬ ও সাইফ ১০৮ রান সংগ্রহ করেন। শাওন ৩ ও সিফাত ২ উইকেট পান। দিন শেষে সাউথ জোনের ১৫২ রান নিয়ে আফিফ ও ১৫ রানে কামরুজ্জামান অপরাজিত থাকেন। প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পান সেন্ট্রাল জোনের জয়রাজ শেখ (২৬০ রান)। ৫৯৬ রান ও ৪ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সেন্ট্রাল জোনের সাইফ হাসান।  চ্যাম্পিয়ন দল ট্রফি ও ৫ লাখ টাকার চেক এবং রানার্সআপ দল পায় ৩ লাখ টাকার চেক। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]