logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬
খেলোয়াড়-কোচদের ভিত্তিমূল্য নির্ধারণ
স্পোর্টস রিপোর্টার

ক্রিকেটের বিপিএল পিছিয়ে নভেম্বরে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজি ফুটবল বাংলাদেশ সুপার লিগ (বিএসএল) জানুয়ারিতে করতে চায় আয়োজক সাইফ পাওয়ারটেক। এটা নিয়ে বাফুফের সঙ্গে আলোচনা হলেও চূড়ান্ত হয়নি; হবে আজ জরুরি সাধারণ সভা হওয়ার পর। তবে কাজ গুছিয়ে রাখছেন আয়োজকরা। ফ্র্যাঞ্চাইজি, বিদেশি খেলোয়াড় ও কোচদের ভিত্তিমূল্য চূড়ান্ত হয়েছে। ফ্র্যাঞ্চাইজির ভিত্তিমূল্য ২ কোটি টাকা, প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ খরচ ধরা হয়েছে ১২ কোটি টাকা। বিদেশি ফুটবলারদের ভিত্তিমূল্য হবে ৪০ হাজার থেকে ৪৫ হাজার ডলার। প্রতি দল সাত বিদেশি নিবন্ধন করালেও খেলাতে পারবে পাঁচজনকে। খেলোয়াড় আসবেন লাতিন আমেরিকা ও ইউরোপ থেকে। কোচ ও ট্রেনার আসবেন ইউরোপ থেকে। কোচদের ভিত্তিমূল্য হবে ৪০ হাজার ডলার। তবে স্থানীয় ফুটবলারদের ভিত্তিমূল্য নির্ধারণ হয়নি।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : info@alokitobangladesh.com, alokitobd7@gmail.com, alokitobdad@gmail.com