logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬
অ্যাটলেটিকোকে নিয়ে চিন্তায় এনরিকে
স্পোর্টস ডেস্ক

দিয়েগো সিমিওনির অ্যাটলেটিকো মাদ্রিদকে নিয়ে সতর্ক আছেন লুইস এনরিকে। বার্সেলোনার কোচ সাবধানে এগোচ্ছেন শিরোপার দৌড়ে। লা লিগা টেবিলে মাদ্রিদের এ ক্লাবের সঙ্গে তাদের ব্যবধান ৮ পয়েন্টের। যে কোনো সময় এ ব্যবধান কমে যেতে পারে বলে দলকে সতর্ক করলেন এনরিকে। তবে রিয়াল মাদ্রিদকে নিয়ে কোনো দুশ্চিন্তায় নেই তিনি। ১০ ম্যাচ হাতে রেখে শীর্ষস্থানের চেয়ে ১২ পয়েন্ট পেছনে রিয়াল। দলটির কোচ জিনেদিন জিদানও স্বীকার করেছেন, ঘরোয়া শিরোপা হাতে নেয়া বেশ কঠিন।
ফরাসি কোচের স্বীকারোক্তির সুযোগ নিয়ে বার্সা কোচ জানান, তারা সিমিওনির দলকে নিয়েই বেশি ভাবছেন। গেটাফের সঙ্গে আজকের ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো, যারা দ্বিতীয় স্থানে। এরপর ৩ নম্বরে থাকা রিয়াল।’ তবে গত ম্যাচগুলোর মতোই সামনে এগিয়ে যাওয়ার দৃঢ়তা দেখালেন তিনি, ‘যে পয়েন্টে আমরা এগিয়ে আছি, সেগুলো আমাদের অর্জন। কিন্তু এখনও অনেক কাজ বাকি।’

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]