logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬
সুখবর পেলেন বেনজেমা
স্পোর্টস ডেস্ক

দেশের মাটিতে করিম বেনজেমার ইউরো খেলার আশা নিভে গেলেও আবার জ্বলে উঠেছে। জাতীয় দলে ডাক পাওয়া এখন ফরাসি তারকার জন্য সময়ের ব্যাপার বলা চলে। ব্ল্যাকমেইলের অভিযোগ থেকে নিষ্কৃতি দেয়া হয়েছে তাকে।
জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার একটি যৌন টেপ নিয়ে বিতর্কে জড়ান বেনজেমা। তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হয়। মামলার প্রতিক্রিয়ায় আপিল করেছিলেন তিনি। তবে তদন্ত চলাকালে ভালবুয়েনার সঙ্গে কোনো যোগাযোগে মানা করেন আদালত। এতে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তার দল থেকেও বাদ দেন বেনজেমাকে। শেষ পর্যন্ত বিচারক নাটালি বোটার্ডের নির্দেশে ভার্সাইয়ের আপিল কোর্ট তার ওপর থেকে ওই নিষেধাজ্ঞা তুলে নেন। এ আদেশে রিয়াল মাদ্রিদের তারকার জন্য এখন দরজা খুলে দিতে পারে ফরাসি ফুটবল ফেডারেশন। তদন্ত চলায় গত ১০ ডিসেম্বর সাময়িক সময়ের জন্য বেনজেমাকে নিষিদ্ধ করেন এর প্রেসিডেন্ট নোয়েল লু গ্রায়েট।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]