logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬
নিলামে উঠছে পেলের পদক!
স্পোর্টস ডেস্ক

পেলের অর্জনগুলোর মালিক হতে পারবেন তার ভক্তরাও সত্যিই তা-ই। ২ হাজারেরও বেশি ব্যক্তিগত স্মারক-প্রাপ্তিগুলোকে নিলামে তুলতে যাচ্ছেন ব্রাজিলের এ ফুটবল কিংবদন্তি। এসবের মধ্যে আছে তিনটি বিশ্বকাপের পদক ও জুলে রিমে ট্রফি।
সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে মাত্র ১৭ বছর বয়সে জিতেছেন প্রথম বিশ্বকাপ শিরোপা। এরপর জিতেছেন আরও দুইটি। ক্যারিয়ারে গোল করেছেন ১২৮৩টি। ২১ বছরের ফুটবল জীবনে ব্রাজিল জাতীয় দল ছাড়াও সান্তোস এফসি ও নিউইয়র্ক কসমসের হয়ে খেলেছেন পেলে। এ সময়ের প্রাপ্তিগুলোকে এবার ভক্তদের মধ্যে ছড়িয়ে দিতে চান এ ৭৫ বছর বয়সী। তিন দিনের এ নিলাম অনুষ্ঠিত হবে লন্ডনে, ৭ থেকে ৯ জুন পর্যন্ত। সেখান থেকে পাওয়া অর্থের কিছু অংশ দেয়া হবে কুরিতিবার পুয়ের্তো প্রিন্সিপ চিলড্রেনস হসপিটালে।
সম্প্রতি প্রোস্টেট অস্ত্রোপচার করাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। নিলামের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, ‘আমার ইতিহাসের মুহূর্তগুলো ভক্ত ও সংগ্রহপ্রিয়দের পাওয়ার সুযোগ করে দেয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আশা করি, এগুলো তারা সংগ্রহে রাখবে এবং তাদের বাচ্চা ও অনাগত প্রজন্মের সঙ্গে আমার গল্প করবে।’ সাবেক ব্রাজিলিয়ান অধিনায়ক আরও জুড়ে দেন, ‘আজীবন এসব ধরে রাখা মূল্যহীন। এমন বড় সংগ্রশালা দেখে আমার নিজেরই অনেক আনন্দ হয়। জুলে রিমে ট্রফি পাওয়া অনেক সৌভাগ্যের ছিল। তিনটি বিশ্বকাপ জেতাই একমাত্র খেলোয়াড় হিসেবে আমার কাছে আছে সেটা।’
১৯৭০ সালের বিশ্বকাপের পর পেলের জন্য বিশেষ একটি জুলে রিমে ট্রফি বানায় ফিফা ও মেক্সিকান সরকার। সেটাই তোলা হবে নিলামে। বেভারলি হিলসভিত্তিক জুলিয়েনস নিলামের নির্বাহী পরিচালক মার্টিন নোলান বলেন, ‘এটা অনন্য এক জিনিস। আমাদের মনে হয়, খুব চড়া দাম হবে এটার। সম্ভবত ১০ মিলিয়ন ডলারে বিক্রি হওয়ার মতো জিনিস।’ ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে উত্তর আমেরিকান সকার লিগ চ্যাম্পিয়নশিপ জেতা রিং রাখা হবে বিক্রির তালিকায়। এছাড়া হাজারতম ক্যারিয়ার গোল করা বলও রাখা হবে নিলামে। জুনের শুরুতে এসব জিনিসের জন্য লন্ডনে ভক্তদের হুড়াহুড়ি দেখা যেতেই পারে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]