logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯
শ্রীলঙ্কা হামলা
সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার
আলোকিত ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শ্রীলঙ্কা সরকার। মঙ্গলবার দেশটির সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দেশটির জনগণকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারে দায়িত্বশীলতার পরিচয় দিতে অনুরোধ করা হয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ও ভাইবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে পারবে শ্রীলঙ্কাবাসী। ইস্টার সানডে পরবের দিন শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার পর গুজব ছড়ানো বন্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির সরকার। ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় ২৫৩ জন নিহত হন। দ্য নিউইয়র্ক টাইমস

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]