logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯
পশ্চিমবঙ্গের বীরভূম ও বর্ধমানে ভোটের পরও সহিংসতা
কলকাতা প্রতিনিধি

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ভোট শেষ হতেই ভোট-পরবর্তী সহিংসতা ছড়িয়ে পড়ল পশ্চিমবঙ্গের বীরভূম ও বর্ধমান জেলায়। বীরভূমের মল্লারপুরে সোমবার ভোটের দিন বিজেপির এক পোলিং এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। এর প্রতিবাদে ভোটের দিনেই স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ভোটের দিনের ঘটনার জেরে মঙ্গলবার সকালে বাজারে যাওয়ার সময় বিজেপির এক পোলিং এজেন্ট কর্মীর ওপর হামলা চালায় তৃণমূল সমর্থকরা। অভিযোগ, ওই বিজেপি কর্মীর আঙুল কেটে নেওয়া হয়। এছাড়া আরেক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এ ঘটনার পরই স্থানীয় বিজেপি কর্মীরা লাঠিসোটা নিয়ে এলাকার তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হন। অন্যদিকে বর্ধমান জেলার ভাতারে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্তঃকোন্দলের জেরে উত্তাল হলো এলাকা। দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন চার তৃণমূল কর্মী। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]