logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯
আইএস নেতা বাগদাদির নতুন ভিডিও প্রকাশ
আলোকিত ডেস্ক

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এক ব্যক্তির একটি ভিডিও প্রকাশ করে তাকে তাদের নেতা আবু বকর আল বাগদাদি বলে দাবি করেছে। সোমবার প্রকাশিত ওই ভিডিওতে বাগদাদি বলে কথিত ওই ব্যক্তি আইএসের ভূখ- হারানোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। একই সঙ্গে তিনি শ্রীলঙ্কা হামলার বিষয়ে কথা বলেছেন। বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষে বাগদাদির নাম থাকলেও ২০১৪ সালে ইরাকের মসুল শহরে তাকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল। ওই সময় তিনি খেলাফতের ঘোষণা করেছিলেন। ২০১৮ সালের আগস্টে আইএস নেতার এক অডিও বার্তা প্রকাশ করা হয়েছিল। সোমবার আইএসের সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত আল ফুরকান ১৮ মিনিটের এ ভিডিও প্রকাশ করে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বাগদাদির মাথার দাম আড়াই কোটি ডলার ধার্য করেছে। নতুন ভিডিও বার্তায় আল বাগদাদি সিরিয়ার বাগুজ শহরে আইএসের পরাজয় মেনে নিলেও প্রতিশোধের হুমকি দিয়েছেন। এদিকে আইএসের এ নতুন ভিডিও যাচাই করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি, ডয়েচে ভেলে

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]