logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯
এফবিসিসিআইর পরিচালক হলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর
প্রযুক্তি প্রতিবেদক

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক হয়েছেন। তিনি ২০১৯-২১ মেয়াদের পরিচালনা পর্ষদের পরিচালক হলেন। ২৭ এপ্রিল নির্বাচন বোর্ড ২০১৯-২১ মেয়াদের নির্বাচনের ফল ঘোষণা করে।

সৈয়দ আলমাস কবীর বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সব খাতের ডিজিটালাইজেশন প্রয়োজন। এত দিন তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করেছি। এবার সুযোগ হবে সব খাতের ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করতে কাজ করার। এখন এফবিসিসিআই পরিচালক হিসেবে সব শিল্প খাতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কাজ করতে পারব। মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবীর ২০১৮ সালে বেসিসের সভাপতি হন। তখনকার বেসিস সভাপতি মোস্তাফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রীর দায়িত্ব পেলে ১০ জানুয়ারি তিনি পদত্যাগ করেন সভাপতির পদ থেকে। এর পর ২০১৬-১৮ মেয়াদের পরিচালনা পর্ষদের সভায় বেসিস সভাপতি হিসেবে আলমাস কবীরকে মনোনীত করা হয়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]