logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯
আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার প্রদান
গাজী মুনছুর আজিজ

মিজানুর রহমান চৌধুরী ও জিহান করিমকে ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার ২০১৮’ প্রদান করা হয়েছে। এছাড়া অনারেবল মেনশন করা হয়েছে সরকার প্রতীককে। ২৬ এপ্রিল বিকালে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় প্রাঙ্গণে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন শিল্পবিষয়ক লেখক ও সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের চেয়ারম্যান শিল্পী শিশির ভট্টাচার্য্য, শিল্পী আমিনুল ইসলামের সহধর্মিণী রুবী ইসলাম ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

শিল্পী আমিনুল ইসলামের স্মৃতি রক্ষার্থে তার পরিবারের পক্ষ থেকে ২০১৩ সালে ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ প্রবর্তন করা হয়। এরপর থেকে দ্বিবার্ষিক ভিত্তিতে চারুকলার ক্ষেত্রে অবদানের জন্য দুজন করে তরুণ শিল্পীকে ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ প্রদান করা হয়। এ পুরস্কারের প্রতিটির মান ১ লাখ টাকা। পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন।

শিল্পী আমিনুল ইসলাম (১৯৩১-২০১১) ছিলেন আধুনিক চিত্রকলা আন্দোলনের অন্যতম পথিকৃৎ। এ অঞ্চলের প্রথম প্রজন্মের এ শিল্পীর নিরবচ্ছিন্ন শিল্পচর্চা, সামাজিক অঙ্গীকার ও আধুনিকতাবোধ আমাদের শিল্পভুবনকে সমৃদ্ধ করেছে। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]