logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯
আরও এক প্রতিষ্ঠানের দূত জয়া
বিনোদন প্রতিবেদক

‘এগিয়ে যাওয়ার নেই মানা’Ñ সেøাগান সামনে রেখে ২২ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৯)। এটি চলবে ৩ মে পর্যন্ত। এবারের টুর্নামেন্টে শুভেচ্ছাদূত হিসেবে আছেন অভিনেত্রী জয়া আহসান। এবার আরও একটি প্রতিষ্ঠানের দূত হলেন এ তারকা। 

২৭ এপ্রিল শনিবার ওরিয়ন ফুটওয়্যার লিমিটেডের দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন জয়া আহসান। ওরিয়ন গ্রুপের করপোরেট অফিসেই চুক্তিটি সই হয়।  চুক্তি অনুযায়ী জয়া আহসান এখন থেকে ওরিয়ন ফুটওয়্যারের প্রচারণামূলক বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। 
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা জয়া। দুই জায়গাতেই সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। হচ্ছেন সমাদৃতও। ১০ মে কলকাতায় মুক্তি পাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘কণ্ঠ’। ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]