প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯ | |
সম্প্রতি ‘ব্যাকবোন দ্য ব্যান্ড’ ব্যানার থেকে প্রকাশিত হয়েছে ‘ভালোবাসি তোমাকে’ শিরোনামে গানের মিউজিক ভিডিও। এটি তাদের দ্বিতীয় কাজ। ব্যান্ডের প্রথম মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছিল ২০১৮ সালের ১ মার্চ।
‘ভালোবাসি তোমাকে’ গানটির শিল্পী ইসতিয়াক মনসুর নিয়ন। ব্যান্ডের লিড গিটারিস্ট শাফিক আহমেদ সুজন গানটির কথা ও সুর করেছেন। এ ছাড়াও রিদম গিটারে মিজানুল ইসলাম সনি, বেজ গিটারে সানজিত, কিবোর্ডে মেহেদি হাসান জীবন এবং ড্রামে রয়েছেন সাদাত হোসেন বিপু। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেন লীমন আহমেদ, প্রিয়া মণি, রিফাত, সাদিয়া, অভি ও সিফান।
ব্যাকবোন দ্য ব্যান্ডের গায়ক ও ব্যান্ড লিডার নিয়ন বলেন, এটি আমাদের দ্বিতীয় কাজ। সুজনের করা সুরটি কিছু পরিবর্তন করে গানটিকে নতুনরূপে উপস্থাপন করা হয়েছে। এটি ৩ঢ়রহ বহঃবৎঃধরহসবহঃ নামে ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। আশা করছি সবাই এ গানটি পছন্দ করবেন। নিয়ন আরও বলেন, আমাদের ব্যান্ডের ১৪টি গান রয়েছে। এগুলো পর্যায়ক্রমে প্রকাশিত হবে। ব্যাকবোন ব্যান্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ব্যান্ড। আমাদের ইধপশনড়হব ঞযব ইধহফ নামে ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে আমাদের শ্রোতারা লাইক দিয়ে আমাদের সমর্থন করবে। এখন আমাদের নিয়মিত সংগীতচর্চা অব্যাহত রয়েছে।
ব্যাকবোন ব্যান্ড ১৯৯০ সালে যাত্রা শুরু করে। ব্যান্ডের প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত নাহিদ খান। আর ভোকালে ছিলেন কামাল, লিড গিটারে ফারহাদ খান, ড্রামে মাসুদ, কিবোর্ডে সনি। এখন নতুন সদস্যদের সঙ্গে চলছে ‘ব্যাকবোন দ্য ব্যান্ড’-এর যাত্রা।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |