logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০১৯’

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০১৯’ এ ৪টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক অর্জন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এছাড়া এ টুর্নামেন্টে ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। ২৭ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাসব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সমাপনী ও পদক বিতরণী অনুষ্ঠান হয়। ড্যাফোডিল ইউনিভার্সিটি এ টুর্নামেন্টে ১৩ ইভেন্টে অংশগ্রহণ করে ৪টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক অর্জন করেছে। এর মধ্যে ব্যাডমিন্টন এককে স্বর্ণপদক জিতেছেন আল আমিন জুমার, সাইক্লিংয়ে স্বর্ণপদক জিতেছেন মো. হাফিজ উদ্দিন, টেবিল টেনিসে স্বর্ণপদক জিতেছেন মুফরাদুল খায়ের হামজা এবং ব্যাডমিন্টন দ্বৈত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন আল আমিন জুমার ও মুক্তার হোসেন। অন্যদিকে ব্যাডমিন্টন মিশ্র দ্বৈতে রৌপ্যপদক জিতেছেন আল আমিন জুমার ও অর্পা চাকমা, ২০০ মিটার স্প্রিন্টে রৌপ্য জিতেছেন মিজানুর রহমান, লংজাম্পে রৌপ্য জিতেছেন সানোয়ার হোসেন এবং হার্ডলসে রৌপ্য জিতেছেন মরিয়ম আক্তার। এছাড়া রোপ্য জিতেছে ডিআইইউ ক্রিকেট দল ও ডিআইইউ ভলিবল দল। আর ব্রোঞ্জপদক প্রাপ্তির তালিকায় রয়েছেন টেবিল টেনিস দ্বৈতে মুফরাদুল খায়ের হামজা ও রেজওয়ানুর আজাদ আশিক এবং ১০০ মিটার স্প্রিন্টে মিজানুর রহমান। এছাড়া ডিআইইউ ফুটবল দল ও হ্যান্ডবল দল পেয়েছে ব্রোঞ্জপদক। উল্লেখ্য, ২৯ মার্চ দেশের ৬৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রথমবারের মতো শুরু হয় বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০১৯। ষ স্পোর্টস রিপোর্টার

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]