logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯
ফটোসেশনের কথা জানতেনই না সাকিব!
স্পোর্টস রিপোর্টার

দলের আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন না সাকিব আল হাসান। এ নিয়ে প্রকাশ্যেই নিজের অসন্তোষ জানিয়েছিলন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঠিক কী কারণে সাকিব ছিলেন না, সেটা নিয়েও ছিল প্রশ্ন। এ নিয়ে এখন পর্যন্ত সাকিব মুখে কুলুপই এঁটে রেখেছেন। তবে গতকাল বিসিবি সভাপতি বলেন, বোর্ড থেকে পাওয়া বার্তাটাই নাকি দেখেননি সাকিব!
আয়ারল্যান্ডে রওনা দেওয়ার আগে সোমবার দেশে শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। তারপর দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। কিন্তু সেখানে ছিলেন না সাকিব। এ নিয়ে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি বিরক্তির সুরেই বলেন, সাকিবের না থাকাটা দুঃখজনক। দলের সবাই এখন সাকিবের এমন ‘আচরণের’ সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেÑ এমন মন্তব্যও করেছিলেন তিনি। তবে বিস্তারিত কিছু বলেননি। গতকাল বিসিবি সভাপতি জানালেন, সোমবার রাতেই সাকিবের সঙ্গে কথা হয়েছে তার, ‘আমি আপনাদের বলি, কালই (সোমবার) বলেছিলাম, বিসিবিতে ঢোকার সময়ই ফোন দিয়েছিলাম। পত্রিকায় দেখেছিলাম, সে এসেছে। সে বলল, আমি তো ঢাকায়। তখন বললাম, তাহলে তো দেখা হচ্ছে। বলল যে না, আমি তো বেরিয়ে এসেছি। একটু আগেই বেরিয়ে গেলাম। রাতে আসব। এসেছে ঠিকই।’ কিন্তু দলের আনুষ্ঠানিক ফটোসেশনে না থাকার কারণ সম্পর্কে সাকিবের ব্যাখ্যা কী? নাজমুল হাসান বলেন, ‘ও বলেছে, এক্সাক্টলি ওইটাই। মেসেজ পেয়েছে ঠিকই, কিন্তু পড়েনি। জানতাম না, ওখানে ফটোসেশন আছে। এটাই সত্যি। আমাদের পক্ষ থেকে, ওকে জানানো হয়েছে। ও বলছে না, আমরা জানাইনি। ও বলছে, যে চিঠি পড়ে দেখেনি। সে দেখেনি, সে জানলে থাকত। ঠিক আছে।’

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]