logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯
৮ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার
স্পোর্টস ডেস্ক

একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। কিছুদিন আগে উয়েফাকে বাজে কথা বলে ৩ ম্যাচ নিষিদ্ধ হন তিনি। এবার হয়তো ৮ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন ব্রাজিল সুপারস্টার। ফরাসি কাপের ফাইনালে হারের পর এক দর্শকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর ঘুষি মারতে তেড়ে গিয়েছিলেন নেইমার। ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, এমন আচরণের জন্য সর্বোচ্চ ৮ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার। এরই মধ্যে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচের নিষেধাজ্ঞার খড়্্গে পড়েছেন পিএসজি তারকা নেইমার। আগামী মৌসুমে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]