প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯ | |
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে স্বাগতিক আয়ারল্যান্ড। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য উইলিয়াম পোর্টারফিল্ডকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করে স্বাগতিকরা। ত্রিদেশীয় সিরিজটি মাঠে গড়াবে ৫ মে।
ত্রিদেশীয় সিরিজে দল ঘোষণার পর আয়ারল্যান্ড ক্রিকেট দলের প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেন, ‘আমাদের দলের জন্য সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে। আগামী এক মাসে চারটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে মাঠে নামব আমরা। দল বাছাই করা বেশ চ্যালেঞ্জিং ছিল।’
আয়ারল্যান্ড দল
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, টিম মুরতাঘ, কেভিন ও’ব্রায়েন, বয়েড র্যানকিন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন, লরক্যান টাকার, গ্যারি উইলসন।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |