logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯
বিইউপির উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উন্নয়ন প্রকল্পের (প্রথম পর্যায়) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার বিইউপি ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পূর্ত কাজগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি সেখানে একটি চারাগাছ রোপণ করেন। 

উল্লেখ্য, নির্মিত স্থাপনাগুলোর মধ্যে ১৫ তলাবিশিষ্ট ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এফবিএস) ভবন, ১৫ তলাবিশিষ্ট ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স (এফএএসএস) ভবন, ১৫ তলাবিশিষ্ট ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) ভবন, ৬ তলাবিশিষ্ট লাইব্রেরি বিল্ডিং, বিইউপি সেতু (পূর্ব-পশ্চিম ক্যাম্পাস সংযোগ সেতু) এবং বিইউপি স্বাধীনতা অডিটরিয়াম উল্লেখযোগ্য। 
এ অবকাঠামোগত উন্নয়ন কর্মগুলো ২০২১ সালের মধ্যে শেষ হবে। উদ্বোধন শেষে উল্লেখিত প্রকল্পগুলোর সফল সমাপ্তি ও বিইউপির সার্বিক উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সশস্ত্র বাহিনী, শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, ইউজিসি ও বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]