logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯
না’গঞ্জে ১২ প্রতিবন্ধী পেল ক্ষুদ্র ব্যবসার উপকরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ১২ প্রতিবন্ধীকে ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে সাতজনকে চায়ের দোকান, দুইজনকে ভ্যানগাড়ি ও তিনজনকে চটপটি দোকানের উপকরণ প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার মিলনায়তনের সভাকক্ষে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষুদ্র ব্যবসায় উদ্বুদ্ধকরণে উপকরণ সহায়তা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক। 
নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ফতুল্লা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, নারায়ণগঞ্জ প্রতিবন্ধী সেবা সহায়তা কেন্দ্রের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা হাবিবা ইয়াছমিন, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাস প্রমুখ।
ইউএনও নাহিদা বারিক বলেছেন, প্রতিবন্ধীদের যেন রাস্তায় ভিক্ষা করতে না হয়, তারা যেন সচ্ছলভাবে চলতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। প্রতিবন্ধিদের সমাজের বোঝা মনে না করে তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। তারাও কোনো মায়ের সন্তান। 
তিনি বলেন, কাউকে ছোট করে নিজে বড় হওয়ার মনমানসিকতা পাল্টাতে হবে। প্রতিবন্ধীকে ছোট করে দেখে নিজেকে বড় হওয়ার কোনো সুযোগ নেই। সমাজের বিত্তবানরা যদি প্রতিবন্ধীদের প্রতি একটু সুনজর দেন তাহলে তারা সমাজের বোঝা হয়ে থাকবে না। আর প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে। নারায়ণগঞ্জ সদর উপজেলার ১২ প্রতিবন্ধীকে ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ করা হয়। এদের মধ্যে সাতজনকে চায়ের দোকান দিয়ে ব্যবসা করতে যা কিছুর প্রয়োজন সেই সামগ্রী দেওয়া হয়। যেমন চুলাসহ সিলিন্ডার, চায়ের কেতলি, বালতি, চা পাতা, চিনি, ডাল, বিস্কুট, মটর। আর দুইজনকে দুটি ভ্যানগাড়ি দেওয়া হয়। আর তিনজনকে চটপটির দোকান করতে যা কিছুর প্রয়োজন তাই দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]