প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯ | |
অনুপস্থিতির কারণে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের আট বিভাগের ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের প্রায় ১৭৪ জন শিক্ষার্থীর ফরম পূরণের ওপর বিধি-নিষেধ আরোপ করেছিলেন কর্র্তৃপক্ষ। তবে নানা চাপে সোমবার এক সিদ্ধান্তে ৯০ শিক্ষার্থীকে ফরম পূরণের সুযোগ দিলেও ৮৪ জনের ওপর এ নিষেধাজ্ঞা বলবৎ আছে। পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
সন্তোষজনক উপস্থিতি না থাকায় ২৫ এপ্রিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিধান অনুযায়ী ১৭৪ শিক্ষার্থীর ফরম পূরণে বিধি-নিষেধ আরোপ করে পলিটেকনিক কর্তৃপক্ষ। এ ছাড়া অনুপস্থিতির কারণে ৩০ মার্চ এবং ১ এপ্রিল অভিভাবকসহ উপস্থিত থাকতে বলা সত্ত্বেও তা অমান্য করেন অধিকাংশ শিক্ষার্থী। ফলে ১৭৪ শিক্ষার্থীর বিষয়ে এমন বিধি-নিষেধ আরোপ করে কর্র্তৃপক্ষ। ২৮ এপ্রিল ওই শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের সামনে আন্দোলন করায় ২৯ এপ্রিল কলেজ কর্তৃপক্ষ দ্বিতীয় নোটিশ প্রদান করে। পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন স্বাক্ষরিত ওই নোটিশে জানানো হয়, সিভিল ডিপার্টমেন্টের ১০ জন, ইলেকট্রিক্যালের ১৮ জন, পাওয়ারের ১২ জন, মেকানিক্যালের ১১১ জন, ইলেকট্রনিক্সের ১৫ জন, কম্পিউটারের ১৫ জন এবং ইলেকট্রো-মেডিকেলের ১৫ জনসহ মোট আট বিভাগের ৮৪ জন শিক্ষার্থীর ফরম পূরণে বিধি-নিষেধ বহাল রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |