প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯ | |
বেসরকারি শিক্ষকদের অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্ট সুবিধার নামে বেতনের ১০ শতাংশ কর্তনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে নগরীর টাউন হল চত্বরে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার আহ্বানে মঙ্গলবার দুপুরে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের অংশগ্রহণে এ কমসূচির আয়োজন করা হয়।
শিক্ষক সমিতি জেলা শাখার সহ-সভাপতি শিক্ষক নেতা আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপদেষ্টা মাসুম হাসান, প্রচার সম্পাদক রফিকুজ্জামান প্রমুখ। নেতারা সমাবেশে বলেন, আকস্মিকভাবে বেতনের ১০ শতাংশ কর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায় ও অযুক্তিক। বক্তারা অবিলম্বে এ সিদ্ধান্ত স্থগিত করে শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |