logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯
‘বোমা শক্তিশালী, সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে’
পুলিশের ওপর হামলায় আইএসের দায় স্বীকার
নিজস্ব প্রতিবেদক

ঢাকায় পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় জঙ্গিগোষ্ঠী আইএস-এর দায় স্বীকারের খবর প্রকাশ করেছে জঙ্গি তৎপরতাবিষয়ক খবরের মাধ্যম সাইট ইন্টেলিজেন্স। গুলশানের হলি আর্টিজান হামলার পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে সংঘটিত কোনো হামলায় আইএসের দায় স্বীকারের খবর পাওয়া গেল। এদিকে, রাজধানীর গুলিস্তানে সোমবার রাতে পুলিশের ওপর বিস্ফোরণ ঘটানো 

ককটেলটি বেশ শক্তিশালী ছিল এবং ঘটনার সঙ্গে কারা সংশ্লিষ্ট বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিঞা। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর গুলিস্তানের ডন প্লাজার সামনে পুলিশ সদস্যদের লক্ষ্য করে একটি শক্তিশালী ককটেল ছোঁড়া হয়। এতে ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও লিটন চৌধুরী (৪২) এবং কমিউনিটি পুলিশ আশিক (২৮) আহত হন। তবে তারা শংকামুক্ত বলে জানিয়েছে পুলিশ। 

হামলার ঘটনার পর সাইট ইন্টেলিজেন্স বলেছে, ওই হামলা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) থেকে চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। আইএস বলেছে, দুই বছরে এ প্রথম ঢাকায় কোনো হামলা চালাল তারা। হামলাটি সত্যিই আইএস চালিয়েছে কিনা সে সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আইএস যে ক্লেইম করেছে তা তাদেরই কিনা বা অন্য কেউ প্রতারণামূলক এ ধরনের পোস্ট দিয়েছে কিনা, তা আমাদের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এন্টি টেরোরিজম বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন। আমাদের বোম্ব ডিসপোজাল টিম ও সিটিটিসির বিশেষজ্ঞ অফিসাররা এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের ধরন, ইনজুরির ধরন ও প্রয়োজনীয় এভিডেন্স সংগ্রহ করেছে। সব কিছু বিচার-বিশ্লেষণ করে আমরা দেখছি। ঘটনায় যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে। তবে বিস্ফোরণ ঘটানো ককটেলটি সাধারণ ককটেল থেকে ভিন্ন ধরনের ছিল বলে তিনি জানান। পুলিশ কমিশনার আরও বলেন, সারা বিশ্বে যে উগ্রবাদের প্রভাব আছে, বাংলাদেশ তার বাইরে না। তবে সংঘবদ্ধ বড় ধরনের কোনো নাশকতা করার সক্ষমতা আমাদের দেশে তাদের নেই।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]