প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯ | |
সাংবাদিকদের ‘চোর’ বলে গালি দেওয়া এবং হেনস্থা করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে মামলাটি দায়ের করেন অনলাইন নিউজ পোর্টাল স্টুডেন্ট জার্নাল বিডির সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে রমনা থানার ওসিকে তদন্ত করে ১৬ জুনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত ২৪ এপ্রিল বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ই-কমার্সভিত্তিক পর্যটনবিষয়ক সাইট ‘বিন্দু৩৬৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন শমী কায়সার। এ সময় সংবাদকর্মীসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি অভিযোগ করেন যে, তার দুটি স্মার্ট ফোন খোয়া গেছে। এর পরই শমী কায়সার সাংবাদিকদের ‘চোর’ বলে গালি দেন। তিনি উপস্থিত সাংবাদিকদের আটকে রেখে তাদের দেহ তল্লাশি করান। আধা ঘণ্টা ধরে এ দেহ তল্লাশিকালে শমী কায়সারের নির্দেশে তার নিরাপত্তাকর্মীরা মিলনায়তনের মূল ফটক বন্ধ করে দেন।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |