logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯
সার্চ রেজাল্ট মুছে দিচ্ছে থানোস!
আলোকিত ডেস্ক

সারা বিশ্ব কাঁপছে অ্যাভেঞ্জার্স জ্বরে। সেই প্রভাব পড়েছে সার্চ ইঞ্জিন গুগলেও। মার্ভেলপ্রেমীদের জন্য বিশেষ চমক এনেছে তারা। থানোসের এক চুটকিতে একে একে মুছে যাচ্ছে সব সার্চ রেজাল্ট। ঠিক যেমনটি হয়েছিল ইনফিনিটি ওয়ারে। ব্রহ্মা-ের অর্ধেক জনসংখ্যা মুছে দিতে ইনফিনিটি স্টোন ব্যবহার করেছিল থানোস। তাতে ড. স্ট্রেঞ্জ থেকে পিটার পার্কার চোখের সামনে ডুবে গিয়েছিল একের পর এক সুপারহিরো। এবার যেন সেই অবস্থা হলো গুগলেরও। এক বছর প্রতীক্ষার পর শুক্রবার মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সে কথা মাথায় রেখেই এই নয়া চমক গুগলের; যাতে ইংরেজিতে থানোস লিখে সার্চ করলে সেই সংক্রান্ত সব তথ্য উঠে আসবে। সেই সঙ্গে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের ডানদিকে ফুটে উঠবে ইনফিনিটি স্টোন খচিত থানোসের সোনালি রঙের ধাতব দস্তানা। 
ডান দিকের এ থানোসের ধাতব দস্তানায় ক্লিক করলে মুছে যাচ্ছে সার্চ রেজাল্ট। থানোসের চুটকিতে একে একে সব সার্চ রেজাল্ট মুছে যেতে শুরু করবে। তবে মুছে যাওয়া সবকিছু ফিরিয়ে আনার ব্যবস্থাও রয়েছে। সেক্ষেত্রে দস্তানার ওপর দ্বিতীয় বার ক্লিক করতে হবে। তাহলেই টাইম স্টোন ব্যবহার করে ফের সবকিছু রিস্টোর করে দেবে থানোস।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]