logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯
বিএনপির ৫ এমপি সংসদীয় কমিটিতে
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সদ্য শপথ নেওয়া পাঁচ এমপিকে অন্তর্ভুক্ত করে পাঁচটি সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রধান হুইপ নূর-এ আলম চৌধুরীর প্রস্তাবমতো কণ্ঠভোটে কমিটিগুলো পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত কমিটিগুলোর মধ্যে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় 

স্থায়ী কমিটিতে মো. হারুনুর রশীদ, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে মো. আমিনুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে মোশাররফ হোসেন, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জাহিদুর রহমান এবং আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উকিল আবদুস ছাত্তার ভূঁইয়াকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]