logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯
রাহুলের নাগরিকত্বের প্রমাণ তলব

কলকাতা প্রতিনিধি : ভারতীয় নাগরিকত্বের প্রমাণ চেয়ে ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নোটিশে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে রাহুল গান্ধীকে। বিজেপি নেতা সুব্রহ্মন্যম স্বামীর অভিযোগের ভিত্তিতে এ নোটিশ পাঠানো হয়েছে। বিজেপি সংসদ সদস্য সুব্রহ্মন্যম স্বামীর অভিযোগ, কংগ্রেস সভাপতি একজন ব্রিটিশ নাগরিক। বিষয়টি নিয়ে সুব্রহ্মন্যম স্বামী প্রথম অভিযোগ তোলেন ২০১৫ সালে। তারপর বেশ কয়েকবার তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্রিটিশ নাগরিকত্বের অভিযোগ তোলেন। তবে এবার ভারতে লোকসভা নির্বাচনের মুখে আবার এ অভিযোগ তোলায় বেকায়দায় পড়েছেন রাহুল গান্ধী। এবার ভোটে উত্তরপ্রদেশের আমেথি এবং কেরলের ওয়ানাড কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। সুব্রহ্মন্যম স্বামী দাবি করেছেন, ২০০৩ সালে ব্রিটেনে ব্যাকঅপস লিমিটেড নামক একটি কোম্পানির রেজিস্ট্রেশন হয়। তার ঠিকানা ছিলো ৫১, সাউথগেট স্ট্রিট, উইনচেস্টার, হ্যাম্পশায়ার এস ও ২৩ ৯ই এইচ। রাহুল নাকি সেই কোম্পানির ডিরেক্টর এবং সেক্রেটারি। ওই কোম্পানির জন্য যে অ্যানুয়াল রিটার্ন দাখিল করেছিলেন রাহুল গান্ধী, তাতে তিনি নিজেকে ব্রিটিশ নাগরিক বলে দাবি করেছিলেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকত্ব বিভাগের ডিরেক্টর বিসি যোশী নাগরিকত্ব প্রমাণের এ চিঠি দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]