প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯ | |
নিজস্ব প্রতিবেদক : নৌপথে দুর্ঘটনা এড়াতে যাত্রী পরিবহনের মালিক ও শ্রমিক সবাইকে আইন মানার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চ, ফেরি ও অন্যান্য জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত এক সভায় তিনি নির্দেশ দেন। সভায় পুলিশ, নৌ মন্ত্রণালয় ও এর বিভিন্ন অধিদপ্তর, লঞ্চ মালিক সমিতি, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বিভিন্ন করণীয় সম্পর্কে লিখিত প্রস্তাব আকারে উপস্থাপন করেন।
নৌ প্রতিমন্ত্রী বলেন, একটি দুর্ঘটনা আমাদের সবার ঈদের আনন্দকে নষ্ট করে দিতে পারে। আমরা পরিবারের সঙ্গে ঈদ করার জন্য গেলাম। দেখা গেল, কোথাও কোনো দুর্ঘটনা ঘটল তখন সারা দেশের মানুষ ব্যথিত হয়, সবার ঈদের আনন্দ নষ্ট হয়। নিরাপদ একটা চলাচলের মধ্যে আমরা যদি ঈদটা করতে পারি তাহলেই আমরা পরিপূর্ণতা পাব। এজন্য সবাইকে আইন না মানার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মাহবুব-উল ইসলাম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, নৌ-পুলিশের ডিআইজি শেখ মারুফ হাসান, মানিকগঞ্জ, রাজবাড়ী, মুন্সীগঞ্জ, মাদারীপুরসহ বিভিন্ন জেলার প্রশাসক, পুলিশ কর্মকর্তা, লঞ্চ মালিক সাইদুর রহমান রিন্টু, শহীদুল ইসলাম ভূইয়া, বদিউজ্জামান বাদল, নৌযান শ্রমিক নেতা মো. শাহ আলম ও জাহাঙ্গীর আলম।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |