প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯ | |
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে দেখা করতে গেলে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের তিনি এ পরামর্শ দেন। অধৈর্য ও হতাশ না হয়ে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস নিয়ে খেলবে, আমরা জিতব। সব সময় মনের মধ্যে আত্মবিশ্বাসটা রাখবে। শেষের দিকে ঘাবড়ে যেও না। তিনি
বলেন, শেষের দিকে স্ট্যামিনাটা ঠিক রাখতে হবে। একবার ছয় মারলে মনে হতে পারে পরেরটা আবারও ছয় মারতে পারবে। ওই সময় শান্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মাথা নেড়ে প্রধানমন্ত্রীর কথায় একমত প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রীকে খেলা দেখতে লন্ডনে যাওয়ার অনুরোধ করলে তিনি মৃদু হেসে তার যাওয়ার ইচ্ছা রয়েছে বলে জানান। প্রধানমন্ত্রীকে পাশে পেলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ক্রিকেটারদের খেলার অবসরে যে কোনো প্রয়োজনে তাকে ফোন দেওয়ার পরামর্শও দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, আমার ফোন নম্বর তো তোমাদের অনেকের কাছে আছে। তোমরা আমাকে মেসেজ পাঠিও। এরপর ফোনে কথা বলা যাবে। আমি তো অনেকের সঙ্গে কথাও বলি। আজ না হলেও কাল, একদিন না একদিন বিশ্বকাপ জিতবেই বাংলাদেশ, ক্রিকেটারদের নিজের এমন বিশ্বাসের কথাও জানান শেখ হাসিনা।
খেলোয়াড়দের অনেকেই এবার বিশ্বকাপ উপলক্ষে শরীর কমানোর চেষ্টা করেছেন জানতে পেয়ে শেখ হাসিনা বলেন, একেবারে শুকিয়ে গেলে ফিট থাকবে তা তো না। শুকানোর চেষ্টা করতে গিয়ে নিজেদের দুর্বল করে ফেলো না। লন্ডনে বিশ্বকাপ হওয়ায় সেখানে বসবাসকারী অনেক বাঙালির সমর্থন পাওয়া যাবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও এমপি এএম নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান, বিশ্বকাপ দলের ম্যানেজার ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন, মিনহাজুল আবেদীন নান্নু।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |