প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯ | |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে প্রায় অর্ধশত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসি) চার শিক্ষককেও নম্বর টেম্পারিংয়ের দায়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আলোকিত বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভর্তি জালিয়াতির দায়ে ডিবি যাদের বিরুদ্ধে সুপারিশ করেছিল তাদের বহিষ্কার করা হয়েছে। এ সংখ্যা অর্ধশতাধিক বলেও জানান তিনি। সভায় বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনের তারিখও নির্ধারণ করা হয়েছে। এবারের সমাবর্তন হবে ৯ ডিসেম্বর। যদি রাষ্ট্রপতির সম্মতি থাকে তাহলে ৯ তারিখে হবে ৫২তম সমাবর্তন।
এ বিষয়ে ঢাবি ভিসি আখতারুজ্জামান বলেন, ডিসেম্বর মাসের ৯ তারিখে সমাবর্তনের তারিখ প্রস্তাব করা হয়েছে। যদি রাষ্ট্রপতির সম্মতি থাকে তাহলে ১২ তারিখে সমাবর্তন হবে। এতে স্পিকার হিসেবে থাকবেন জাপানের নাগরিক ও পদার্থবিজ্ঞানে ২০১৫ সালের নোবেল বিজয়ী অধ্যাপক তাকাকি কাজিটা।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |