প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯ | |
কিশোরগঞ্জের ইটনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের একদিন পর মঙ্গলবার আহত গৃহবধূ নূরুন্নাহার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ইটনা উপজেলার গজারিয়া গ্রামের ফাইজুর রহমানের স্ত্রী। ইটনা থানার ওসি মুর্শেদ জামান জানান, সোমবার বিকালে নূরুন্নাহারের ছেলে হাওর থেকে ট্রলিতে করে ধান নেওয়ার সময় ট্রলিটি এক ব্যক্তির গোবরের চটার ওপর উঠে গেলে দুইপক্ষের তর্কবিতর্ক সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে নূরুন্নাহার গুরুতর আহত হন। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |