প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯ | |
সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী বন্দর, সাপা ও ইটবাড়িয়া গ্রামের বিষখালি নদীর তা-বে ভেঙে যাওয়া বেড়িবাঁধ ব্লক দিয়ে টেকসই করে পুনর্নির্মাণের দাবিতে মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ করেন এলাকাবাসী। বক্তারা বলেন, এরই মধ্যে নলী বন্দরে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের প্রথম অফিস, স¦াস্থ্য কেন্দ্রসহ বেশকিছু অবকাঠামো ভেঙে কয়েক কিলোমিটার বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বক্তারা উল্লেখ করেন, ভাঙন প্রতিরোধে ব্লক ফেলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করা হলে, নলী বন্দর, সাপা, ইটবাড়িয়া, নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |