প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯ | |
লক্ষ্মীপুরে ব্যবসায়ী ও যুবলীগ নেতা সাহাবুদ্দিন হত্যা মামলায় কবির হোসেন নামের এক যুবকের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর দায়রা জজ আদালতের বিচারক শাহেনুর এ রায় দেন। এ ঘটনায় অপর দুই আসামি নাছির উদ্দিন ও জাহাঙ্গীর আলমকে খালাস দেওয়া হয়। দ-প্রাপ্ত কবির হোসেন সদর উপজেলার কুশাখালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২২ নভেম্বর রাতে সদর উপজেলার কুশাখালী গ্রামে ব্যবসায়ী ও যুবলীগ নেতা সাহাবুদ্দিনকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরের দিন ২৩ নভেম্বর নিহতের ভাই গোলাম মাওলা চৌধুরী বাদী হয়ে কবির হোসেনকে প্রধান করে ১৫ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন। পরে পুলিশ চূড়ান্ত প্রতিবেদনে কবিরসহ তিনজনের নাম আদালতে পাঠায়। মামলার রায়ে কবিরকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়। বাকি দুইজন আসামি খালাস পেয়েছেন। লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |