প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯ | |
কুমিল্লায় রাশেদ নামে এক ফ্যাক্টরি শ্রমিককে গলা কেটে হত্যার ১৬ ঘণ্টার মধ্যেই রাসেল ও আরিফ নামে দুইজনকে গ্রেপ্তার করে হত্যাকা-ের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে, এক মেয়ের সঙ্গে দুই ছেলের প্রেমের দ্বন্দ্বের জের ধরেই রাশেদ হোসেনকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, নগরীর গোবিন্দপুর এলাকার রাশেদ হোসেন (১৫) সদর দক্ষিণ উপজেলার ফরিদ গ্রুপের ফরিদ নেটস্ নামীয় একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করত। রোববার বিকালে ফ্যাক্টরি থেকে বের হয়ে সে আর বাসায় ফিরেনি। সোমবার সকালে সদর দক্ষিণ উপজেলার ফুলতলী এলাকা থেকে গলাকাটা অবস্থায় রাশেদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাশেদের বোন নিপা আক্তার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর অভিযানে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে রাসেল ও আরিফ। পুলিশ সুপার সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছে একটি মেয়ের সঙ্গে নিহত রাশেদের প্রেমের সম্পর্ক ছিল, ওই মেয়েকে রাসেলও পছন্দ করত। তাই ওই মেয়ের জীবন থেকে রাশেদকে সরিয়ে দেওয়ার জন্য রাসেল ও তার বন্ধু আরিফ রোববার বিকালে ফ্যাক্টরি থেকে কৌশলে রাশেদকে ডেকে নিয়ে যায় এবং ওইদিন রাতে তাকে গলা কেটে হত্যা করে।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |