প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯ | |
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করতে বাধ্য হচ্ছে। তাই আকাশে মেঘ জমলেই তাদের ছুটি দিয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির নাম আরপিএন শহীদ শাহজাহান কবির উচ্চবিদ্যালয়। বিদ্যালয়টির একটি ভবনের অবস্থা এতই খারাপ, ২০১৮ সালে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। অপর ভবনে রয়েছে দুটি শ্রেণিকক্ষ ও অফিস। বিদ্যালয়ে রয়েছে ৬০০ ছাত্রছাত্রী। বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তারা খোলা আকাশের নিচেই ক্লাস করে। চৌহালীর রেহাইপুখুরিয়া আরপিএন শহীদ শাহজাহান কবির উচ্চবিদ্যালয়টি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে এখানে একটি দোতলা ভবন নির্মাণ করা হয়। ১৯১৬ সালে ভবনটির ছাদ ধসে কিছু শিক্ষার্থী আহত হয়। ২০১৮ সালের ৯ আগস্ট ছাদের আরেকটি অংশ ধসে আরও কিছু শিক্ষার্থী আহত হয়। এ সময় বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় শিক্ষা কর্মকর্তা ও ইঞ্জিনিয়ারসহ নির্বাহী কর্মকর্তা পরিদর্শনে এসে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে একটি পাকা ভবন নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |