প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১, ২০১৯ | |
নড়াইল-লোহাগড়া সড়কের রামপুরা স্বপ্নবীথি বিনোদন কেন্দ্রের কাছে পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে সমীর বিশ্বাস (৪১) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর
নড়াইল : নড়াইল-লোহাগড়া সড়কের রামপুরা স্বপ্নবীথি বিনোদন কেন্দ্রের কাছে মঙ্গলবার পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে সমীর বিশ্বাস নামে স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের তালেশ্বর গ্রামের সনাতন বিশ্বাসের ছেলে ও বামনহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এ দুর্ঘটনায় অপর আরোহী তুলারামপুর ইউনিয়নের বামনহাট গ্রামের পঞ্চানন গোলদারের ছেলে সবুজ গোলদার (৩০) আহত হয়েছেন। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। দুপুরে জেলার আশুগঞ্জ ও বিজয়নগরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আতাউর রহমান (৬০) ও পরশ মিয়া (১৮)। জানা যায়, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বরে ট্রাকে পণ্য ওঠানোর সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক চাপা দিলে বৃদ্ধ আতাউর নিহত হন। এদিকে দুপুরে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে পরশ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |