logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ৩, ২০১৯
জুমার দিন ইবাদতে মনোযোগী হোন, সারা সপ্তাহ ভালো কাটবে

ইমাম ইবনুল কায়্যিম (রহ.) বলেন, জুমার দিনে সব কাজ থেকে অবসর হয়ে ইবাদতের জন্য একান্তভাবে মনোযোগী হওয়া মুস্তাহাব। আর এ দিনের সপ্তাহের অন্যান্য দিনের ওপর মর্যাদা রয়েছে। কেননা এ দিন অনেক ফরজ ও মুস্তাহাব আমল দ্বারা বৈশিষ্ট্যম-িত।

আল্লাহ তায়ালা সব জাতির জন্যই এমন একটি দিন নির্ধারণ করেছেন, যাতে তারা জাগতিক সব কাজ থেকে মুক্ত হয়ে ইবাদতের প্রতি একান্তভাবে মনোনিবেশ করবে। অতএব জুমার দিন হলো ইবাদতের দিন। দিবসগুলোর মাঝে এ দিনের মর্যাদা তেমন, মাসগুলোর মাঝে রমজানের মর্যাদা যেমন। আর এতে দোয়া কবুল হওয়ার সময় রমজানের কদরের রাতের মতোই। তাই জুমার দিন যার ভালোভাবে কাটবে, তার সারা সপ্তাহই ভালোভাবে কাটবে। যার রমজান মাস ভালোভাবে কাটবে, তার পুরো বছরটাই ভালো কাটবে। আর যার হজ ভালোভাবে কাটবে, তার সারাজীবনই ভালোভাবে কাটবে। অতএব জুমার দিন সপ্তাহের মাপকাঠি, রমজান বছরের মাপকাঠি এবং হজ জীবনের মাপকাঠি। আল্লাহ তৌফিকদাতা। (যাদুল মায়াদ : ১/৩৮২)।
হ সাজ্জাদ হোসাইন

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]