প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ৩, ২০১৯ | |
সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ বন্ধ রাখা হয়েছে। সরকারি কাজে বাধা ও চাঁদা দাবি করায় প্রায় দুই সপ্তাহ ধরে সড়কের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান বন্ধ রেখেছে বলে জানা গেছে। অভিযোগে প্রকাশ, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে সাত মাস ধরে ওই সড়ক সংস্কারের কাজ করা হচ্ছে। কয়েক সপ্তাহ আগে বেলকুচি এলাকার স্থানীয় কিছু প্রভাবশালী এ কাজ করতে বাধা সৃষ্টি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা প্রদানে অস্বীকার করলে তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে বাধা প্রদান করে। এ কারণে ২০ এপ্রিল থেকে সড়কের সংস্কার কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ব্যাপার সিরাজগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই জনগুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ করার সময় এলাকার কিছু প্রভাবশালী সরকারি এ কাজে বাধা সৃষ্টি ও চাঁদা দাবি করায় প্রায় দুই সপ্তাহ ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে। বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি জিডিও করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |