প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, মে ৬, ২০১৯ | |
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমেনা বিবি নামে এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে রোববার সকালে স্থানীয় কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠায়। তিনি স্থানীয় কালাপাহাড়িয়া ইউপির উলুকান্দী পূর্বপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। ওই বৃদ্ধার কান, নাক, গলা ও হাতে থাকা বেশকিছু স্বর্ণালংকার লুট করা হয়েছে। শনিবার রাতে কে বা কারা তাকে নিমর্মভাবে হত্যা করেছে, তা কেউ জানাতে পারেননি। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ও জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আফসারউদ্দিন খান ঘটনাস্থল পরির্দশন করেছেন। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিজয় কৃষ্ণ কর্মকার জানান, উলুকান্দী এলাকায় চকের মধ্যে একটি বাড়িতে একাই বসবাস করতেন ওই বৃদ্ধা। মাঝেমধ্যে বিভিন্ন এলাকা থেকে লোকজন ওই বাড়িতে আসা-যাওয়া করতেন। তিনি আরও জানান, রাতে দুর্বৃত্তরা তাকে প্রথমে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তার কান, নাক, গলা ও হাতে থাকা বেশংকিছু স্বর্ণালংকার লুট করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জাসান, ঘাতকদের শনাক্ত করার সর্বাত্মক চেষ্টা চলছে। তবে দ্রুততম সময়ের মধ্যেই তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় অজ্ঞাত ব্যতিদের আসামি করে মামলা হয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |