logo
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, মে ৬, ২০১৯
ঢাবি ছাত্র তানভীরের মুক্তির দাবিতে মানববন্ধন
ঢাবি প্রতিনিধি

সেনাবাহিনীর করা মামলায় আটক হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্সের ছাত্র তানভীরের মুক্তির দাবি জানিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা। তারা এ দাবিতে রোববার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করেন। এ সময় বক্তারা দ্রুতই তানভীরের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুমকি দেন। ‘ঢাবি শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটর এলাকায় সেনাবাহিনীর একটি ভ্যানগাড়ি এসে রাস্তা পার হওয়ার সময় তানভীরের মোটরসাইকেলে ধাক্কা দেন। এ সময় উভয়ে তর্কে জড়িয়ে পড়েন। পরে সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা তানভীর ও তার মামাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। পরে তানভীরসহ তার মামাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, তুচ্ছ একটি ঘটনায় ঢাবি ছাত্রকে এভাবে ধরে কারাগারে পাঠিয়ে দেওয়া মেনে নেওয়ার মতো নয়। ছাত্রদের পক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। শিক্ষকরাও ছাত্রদের প্রতি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না। 
এ কারণে তানভীর বিসিএস পরীক্ষা দিতে পারেননি। অথচ বিশ্ববিদ্যালয় চাইলে তিনি বিসিএস পরীক্ষা দিতে পারতেন। এ সময় শিক্ষার্থীরা প্রক্টর টিমেরও সমালোচনা করেন। মানববন্ধনে ঢাবি ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন বলেন, সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে তাকে মুক্ত করার দরকার ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দায়িত্বই পালন করেনি। কারও কাছে মাথা নত না করে তানভীরকে মুক্ত করা হবে।
ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। ঢাবি শিক্ষার্থীরা আজ কোন জায়গায় নিরাপদ, সে প্রশ্ন করতে চাই। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সমস্যায় পড়লে সেখানে প্রক্টর কেন থাকবেন না? প্রশাসন এতই নড়বড়ে হয়ে পড়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা তারা দিতে পারে না।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : info@alokitobangladesh.com, alokitobd7@gmail.com, alokitobdad@gmail.com