logo
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, মে ৬, ২০১৯
যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাবিকৃত যৌতুক না পেয়ে তাসলিমা নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগে শনিবার নিহতের স্বামী মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। ওই গৃহবধূ পিটুনির দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান। এ ঘটনায় পরদিন শুক্রবার নিহতের ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোনারগাঁ থানায় দায়ের করা মামলার এজাহারে নিহত তাসলিমার ভাই আমিনুল ইসলাম উল্লেখ করেন, বিয়ের সময় মিজানুর রহমানকে যৌতুক হিসেবে নগদ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকার দেওয়া হয়। বিয়ের কিছু দিন পর থেকেই স্বামী মিজানুর রহমান বিভিন্ন সময় তার স্ত্রী তাসলিমার নিকট যৌতুক দাবি করেন। বিভিন্ন সময় টাকা আনার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। ৩০ এপ্রিল স্বামী আমিনুল ইসলাম ফের যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দেয় তাসলিমাকে। এতে তাসলিমা রাজি না হওয়ায় তাকে পিটিয়ে মারাত্মক আহত করেন। গুরুত্বর অবস্থায় তাসলিমাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাসলিমার অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাসলিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ মে সন্ধ্যায় তিনি মারা যান। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]