logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ৭, ২০১৯
পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
আলোকিত ডেস্ক

পানিতে ডুবে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার পৃথকভাবে এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার কবিখালী গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত মহনা খাতুন (৮) একই উপজেলার হানুরবাড়াদি গ্রামের মহসীন আলীর  মেয়ে ও রিমন আলী (৭) কাবিখালী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার সকালে বাগানে আম কুড়াতে গিয়ে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন দুই শিশুকে খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পাশের পুকুর  থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত  ঘোষণা করেন। 
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক দুটি স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রায়গঞ্জের বেংনাই গ্রামের রেজাউল করিমের ছেলে জুনায়েদ (৩) রোববার বিকালে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর সন্ধ্যায় ওই পুকুর  থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। অপরদিকে, সোমবার দুপুরে শাহজাদপুরের সরিষাকোল দক্ষিণপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে কাওসার হোসেন বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]